লেজ সোজা করো
- আলমগীর সরকার লিটন
কুকুর কেমনে ঘেউ ঘেউ করে
দেখো বাংলার মাটি
দেখো পশু পাখি-
সবুজ অরণ্যরা তোমরাই তো স্বাক্ষী
কি ভাবে রক্তাক্ত করেছে রাস্তা ঘাঠ
কমল শিশুময় খুন;
এখন বুঝি ষড়যন্ত্রের পেঁচা হয়ে
ছড়াচ্ছে সজনার ঢাল
ভাঙ্গতে ভুল করবে না
ফেলে দিবে নর্দমার খাল
কুকুর যতই ঘেউ ঘেউ করো
ফান্দে পরেগেছো লেজ সোজা করো।
১১-১১-২৪
১১-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।