বহুদিন পর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বহুদিন পর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-১১-২০২৪ ইং
**********************
বহুদিন পর অবশেষে জুঁই ফুল কাননে ফুটিল,
বসন্ত শেষ হয়ে এল, জুঁয়ের গন্ধ বাতাসে জাগিল!
পাঁপড়ি ছড়ায়ে জানাল অফুরান ব্যাকুল হয়ে আছে,
ভ্রমর যদি সোনালী প্রভাতে আসে একটু কাছে।
এখনো নিত্য উঁকি দেয় পূর্ণিমা রাত্রির আকাশে-
ছুঁতে গেলেই অদৃশ্য হয় যায় শুব্র কাশে কাশে!
এক অনুভূতির তরঙ্গে ক্ষণে ক্ষণে শিহরিয়ে উঠে,
তবু অধরা! তবু ছুঁতে চায় সেই পূর্ণিমার ঠোঁটে।
সারাটা সকাল, সারাটা বিকেল আর সন্ধ্যা লগ্নে,
অধীর প্রহরে বসে থাকা ঝিলের ধারে নিঁপুন মগ্নে।
বহুদিন পর অবশেষে জুঁই ফুল কাননে হাসিল,
সে কোন কিছুই বলতে পারেনি- যদিও চেয়েছিল,
শুধু দিয়েছিল রাঙা ঠোঁটে এক ঝলক হাসি,
ফুলের সেই পাঁপড়ি এখনো দোলে হৃদয়ে আসি।
বহুদিন পর অবশেষে জুঁই ফিরে এল প্রেমের কাননে,
শুন্য হৃদয়ে ফুটিল ,আবার ফুটিল গোধূলীর নিমন্ত্রণে।
------------------------------------------
১৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।