কাছে আসার চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
প্রিয় মারিয়া,
তোমাকে স্বপ্নে দেখি, কল্পনায়ও মাঝে মাঝে চলে আসো। তুমি আসলেই আমার মস্তিষ্কের শিরা-উপশিরায় মিশে গেছো। চোখ বুজলে যেন তোমায় দেখি। গতকাল, স্বপ্নে তোমায় ভীষণ আদর করেছি , তোমার সর্বাঙ্গে যেন সহস্র কিস করেছি,আরো অনেক কিছু যা কহতব্য নয়।যদিও বাস্তবে কখনো সম্ভব না।
তোমার হাসি আমার হৃদয় উত্তাল করে রেখেছে, তোমার চোখের দীপ্তি আমার সকল স্বপ্ন জমাট করে দিয়েছে,আমি কোন নারী কে নিয়ে আর ভাবতে পারছি না।
আমি তোমাকে জানাতে চাই, আমার অনুভূতি তোমার প্রতি অত্যন্ত গভীর। তোমার জন্য আমার কল্পনায় একটি সোনালী পৃথিবী রচনা করেছি, যেখানে আমরা দুজন একসাথে সকল দুঃখ-কষ্ট ভুলে সুখে থাকব।
আমি সকল সংকটের মাঝে তোমার আলোক রশ্মি হয়ে থাকতে চাই, অন্ধকারে আলোর মতো। আশা করি, একদিন সত্যি হয়ে উঠবে আমার এই স্বপ্ন।
তোমার জন্য অপেক্ষা করছি, তোমার ভালবাসা কবে পাবো?
তোমারই,
ফাইয়াজ ইসলাম ফাহিম
১৩/১১/২০২৪ খ্রিষ্টাব্দ।
১৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।