এক টুকরো রৌদ্দুর
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এক টুকরো রৌদ্দুর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-১১-২০২৪ ইং
**********************

হৃদয়ের তরঙ্গ হতে কত যে খুঁজেছি নিঃসঙ্গ ধরাতে,
ওগো কত বছরে পরে এলে তুমি এ পৃথিবী রাঙাতে !

অনেক ঘুরেছি আমি এক টুকরো রৌদ্দুর আশাতে,
সোনালী ঊষা খুঁজেছি শিঁশির ভেজা হিমেল শুভ্রতে।
আর তুমি হারিয়ে যেতে দূর অন্ধকারে ধূসর জগতে,
তবু দেখেছি আমি এক ফালি পূর্ণিমার চাঁদ- তোমাতে!

তাইতো ফিরে আসি, বারে বারে ফিরে আসি এ ধূলাতে,
ফিরে আসি ম্মৃতিময় তরঙ্গে লেখা হৃদয়ের কবিতা’তে।
এতো স্মৃতি! এতো ছন্দময় মহা- কাব্যের চরন,
হবে না শেষ কোনদিন, জীবনের সমুদ্র সফেন!

এখানে অনেক প্রেম! তবুও বিরহ ব্যদনায় সজ্জিত,
তবু আমি অনেক আলোর সমহারে আজ প্রজ্জ্বলিত !!
এখানে বারে বারে আসি, প্রেমের আলো নিতে আসি-
তুমিই ছিলে আমার প্রথম প্রেম- তোমাকে ভালবাসি।

এক টুকরো রৌদ্দুর পেয়েছি আমি এ বিদ্যাপীঠের ঊষা!
বল না, কি করে ভুলি তারে? সে যে দিয়েছে জ্ঞানের দিশা!
সোনালী রবির মতো চোখ তোমার হে প্রিয় প্রাঙ্গন,
অন্তরে নিয়েছি তোমায় প্রেমের চির কল্লোল-কলতান।
-------------------------------------------------


১৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।