তবু এর নাম অনুভূতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তবু এর নাম অনুভূতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-১১-২০২৪ ইং
**********************
এই সবুজ চত্ত্বরেই উঠেছিল শিশিরের সোনালী রবি,
একটু তাকালেই মনে হতো যেন ঝিনুক মুক্তার ছবি!

আজো ভেসে উঠে সেইদিন গুলো স্মৃতির মনিকোঠায়,
অবুঝ মনের স্পন্দনে যারে খুঁজেছিলাম নিয়ত ধরায়।
সামান্য তাকালেই দেখা যেত জুঁই -চ্যামেলী -গোলাপ,
সে ফিরে তাকাতো না, সে বুঝতো না হৃদয়ের সংলাপ!

তবু কি এক অদ্ভুদ দৃষ্টি ছিল এই প্রাঙ্গনের চারিদিকে,
এই বুঝি শিমুল পলাশ এসে বলল ভালবাসি তোমাকে।
জানি বসন্ত আসেনি এখনো তবু শুনেছি কোলিকের সুর,
হারিয়ে গিয়েছি হৃদ কম্পনের তালে তালে দূর-বহুদূর!

তবু চেয়েছি ফিরে আসতে কভূ ফিরে আসতে পারেনি,
এক অবুঝ উম্মাদনায় বারে বারে পুড়েছি নশ্বর ধরণী।
তবু চেয়েছি এই উদয়াস্ত আমি দেখি পূর্ণিমার শুভ্রতাকে,
যতই বিরহ –ভাবনার মতো নিরন্তর দুলে যেতে থাকে।

তবু এখানে এক অনুভূতির স্বর্গ্ নিয়ত ডাকে,
জ্বলন্ত চুল্লির দাউ দাউ আগুনের নির্দয় শাসনের ফাঁকে।
মর্মমূলে বিঁধে আছে শত বিদ্রাহী ঘাতকের বিষাক্ত তীর,
তবু এর নাম অনুভূতি! এর নাম ভালবাসা হৃদয় মন্দির।
------------------------------------------------


১৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।