দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-১১-২০২৪ ইং
**********************
তোমার এসেছো, শুরু হলো আজ মানবিক অধ্যায়,
হে মানবিক বীর, কাঁদবে না কোন প্রাণ এই ধরালয়।
মানুষই মানুষের জন্য উদ্দাম ভয়হারা মুক্তির বিপ্লবে,
স্যালুট হে তোমাদের মানব কল্যাণের এই কলরবে।
তোমরাই তুলেছো ঝড় আজ রক্তে রক্তে সাড়া,
আর কাঁদবে না কোন প্রাণ এই অসহায় বসুন্ধরা।
সু-স্বাগতম হে দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা-
মুক্তির প্রদীপ উঠেছে জ্বলে অমানবিক অবরুদ্ধ রাস্তা।
অসহায় গরীব দুঃখী যেন উঠেছে হেসে অশ্রুজল মুছে,
একই সূত্রে বাঁধা হয়ে গেছে তোমাদের প্রেমেরে কাছে।
তোমাদের খরব পৌঁছে গিয়েছে মানবতার দ্বারে দ্বারে,
হে মানবিক বীর, কভূ থামবে না এই যুদ্ধের সমরে।
সেবার ভ্রতে বজ্র কণ্ঠে বলে যাও উদাত্ত আহ্বানে,
দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা এসেছে মানবতার উত্থানে।
সেবার উদ্দাম ধ্বনিতে মুখরিত করো সংস্থার প্রাণ,
অবহেলিত -বঞ্চিত –মানবেরা যেন শুনে মুক্তির গান।
রক্তিম অভিবাদন তোমাদের মানবিক যুদ্ধের ময়দান,
দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থাকে করো গড়িয়ান-মহিয়ান।
-------------------------------------
১৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।