কৃত্রিমতা আমাদের গিলে খাচ্ছে………….
- কাজী ফাতেমা ছবি
দিন দিন ভালো জিনিসগুলোও তেতো লাগে;
ঘন্টার পর ঘন্টা বসে থাকা হতো সিনেমা দেখার নেশায়,
পর্ব নাটক দেখার অপেক্ষায় থাকা হত সপ্তাহ জুড়ে….
রাতের পর রাত জেগে বইয়ে ডুবে থাকত মন…
কখনো আড্ডায় কেটে যেত রাত
ফযরের আযান শুনে ফিরে আসত সম্বিত;
অথির মন কিছুতেই কিছু খুঁজে পায় না আর…
সব ভালোর রন্ধ্রে রন্ধ্রে মেকিপনা ঢুকে গেছে;
তোমাদের কি মনে হয় না,
কিভাবে কৃত্রিমতা আমাদের গিলে খাচ্ছে;
রুচিবোধ, ভালবাসা, প্রেম সবই দুষ্প্রাপ্যতার বাজারে হারিয়ে গেছে;
স্নেহ মায়া মমতা এসব হেরে গেছে টাকার কাছে;
আচ্ছা! এর থেকে উত্তোরণের পথ কি তোমরা খুঁজছো না????
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।