আমি শুধু একাই জেনেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি শুধু একাই জেনেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১১-২০২৪ ইং
**********************
আর কতো ক্ষরণের প্রবাহ বহিবে অনুভূতির জোয়ারে,
কতকাল, কতোটা সময় ভাষাহীন তরঙ্গ উঠিবে অন্তরে?
আর কতো এই হৃদয় পুড়িবে দিগন্তহীন তপ্ত বালুকায়,
সেটা আর কতোদিন জীবনের কাছে এমন প্রতারনাময়!
এতো তরঙ্গ! তবু এতো প্রেম জমে আছে বুকের বুননে,
এই হৃদয় জানে, কতোটা ব্যাকুল হলে এতোটা ক্ষরণে।
শুনেছি কাননে ফুল ফোটিছে শুধু ফোটে নাই ফুল শয্যায়,
দেখেছি পূর্ণিমার চাঁদ হাসিছে ওই দূর কোন সীমানায় !
কেউ না জানুক! অন্তর চোখে দেখেছি আমি সুনীল রাত,
এতো মাধুরী! এতো অধর ছুঁয়েছে সুখে দু’জনার হাত।
এতো প্রেমের ভিতরেও কতোটা বিরহ কতোটা নিশ্চুপ,
কতোটা শিহরণ এই যন্ত্রণার বুকে, কতোট অব্যক্ত সংলাপ!
শুধু জেনেছে পৃথিবীর দুঃখেরা, তুমি জানো নাই
আমি শুধু একাই জেনেছি প্রেম আছে শুধু তুমি নাই!
তোমার জমিন কোন দস্যূরা দখল করিছে, বীজ বুঁনেছে!
চেয়ে দেখেছি, শুধু চেয়ে দেখেছি হৃদয়ে আগুন জ্বলেছে।
-------------------------------------------------
১৭-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।