কে হেঁকে যায় কে ডেকে যায়
- অরুণ কারফা
কে হেঁকে যায় কে ডেকে যায়
দেখ তোরে দোর খুলে
কদম শাখায় ঝোড়ো হাওয়া বায়
ভরে গেছে ফুলে ফুলে।
কিছু ঝরে গিয়ে আছে পরে
তার নীচে থরে থরে
কিছু দোলে, গিয়েই ভুলে
তারাও ঝরবে তলে।
আজ যে বিরাজ করছে গগনে
উদীয়মান রবি জন নয়নে
কাল নিভে গেলে দ্যুতি যাবে চলে
ম্রিয়মান হবে সেই স্মৃতি কোণে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।