স্বাগত হে নবীন
- অথই মিষ্টি

ওহে নবীন
করিবো বলে তোমাদের বরণ
পুঞ্জিকা পুষ্পে দেখ আজ কত্ত আয়োজন
আজ আসবে বলে তোমরা দেখ আনন্দিত এই শিক্ষালয়ের প্রত্যেকটা প্রান্তর
গ্রহণ করিবো বলে তোমাদের উজ্জীবিত সকলের অন্তর।
ফুটে উঠেছে নবীন পুষ্প যেন আজ এ শিক্ষালয়ের সমস্ত আঙ্গিনা জুড়ে
হৃদয়ের কামনা তোমাদের জন্য প্রারম্ভিক এ অঙ্গন থেকে এগিয়ে যাও, যাও এগিয়ে সফলতার লক্ষ্যে বহু দূরে।

তোমাদের জন্যই সাজায়েছি আজ এই জ্ঞানাঙ্গনের চত্বর দেখ নতুন রূপে
পাদচারনায় জ্ঞান সাধনায় ঠিকই একদিন লক্ষ্যে পৌঁছে যাবে শিক্ষাগুরুদের দেখানো পথে কোন এক প্রহরে।
ঝাঁকে ঝাঁকে জ্ঞান আহরণকারী মৌমাছিদের পাবে এই আলয়ে দেখা
বিরামহীন সৈনিকের ন্যায় চলছে তারা অনুসরণ করে সরলরেখা
আজ নবীন প্রবীণ মিলে-মিশে একাকার হও যুক্ত হয়ে তাদের দলে
ভেঙে পড়িওনা হে ভেবে নিজেকে একা।
আজি ধন্য হও পুন্য হও এই শিক্ষাঙ্গন ভালোবেসে
যুগে যুগে সাধারণ মানুষ মহত হয়েছে শিক্ষাঙ্গনে এসে।


১৭-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।