যাদের হাতে জিম্মি স্বদেশ
- মোঃ মুসা (গাংচিল)

কতকাল জিম্মি রবে এই বাংলাদেশ
দালাল নামে দুর্ধর্ষ ক্ষমতার ধারে,
আর কত প্রাণ যাবে নিষ্ঠুরের হাতে
কতকাল ভেঙে খাবে বাঙালির মাথা।

একটি গোষ্ঠীর মধ্যে জিম্মি ছিল দেশ
জিম্মি ছিল পথঘাট আর অধিকার,
হটিয়ে দিয়েছে ছাত্র দুর্ধষ দখল
আরেক গোষ্ঠী দখল করছে আবার।

রাজনীতির জন্য কী স্বাধীন হয়েছে
একাত্তরে মুক্তিযুদ্ধে একথা ছিল না,
নব্বই মুক্তি সংগ্রামে একথা ছিল না
চব্বিশে মুক্তির ডাকে একথা ছিল না।

তোরা কারা এই বল? তোদের কি দেশ!
যুগে যুগে জাতি গোষ্ঠী রবে পরাজিত
তোদের স্বার্থ খেলায় কপাল পুড়েছে
নিষিদ্ধ চাই এসব চাই মুক্তি মুক্ত।


১৮-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।