এই স্মৃতিটুকুই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই স্মৃতিটুকুই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-১১-২০২৪ ইং
**********************
হেরে যাওয়া মানে ধবংস নয়- পরাজয় নয়,
এখানেও লুকিয়ে থাকে অসন্ন জয়-নব সূর্য্দয়!
হেরে গেলেও অধিক কিছু দিয়ে যায়-না থাকা জুড়ে,
এই স্মৃতিটুকুই বিজয়ের পথ দেখায় যুদ্ধের সমরে।
এই চরম সত্যের কাছেই নত হয় জীবনের অসুন্দর,
আকাশ বাতাস পাহাড় সমুদ্রও সাজে অমৃত সুন্দর!
হয়তো সেখানেও চাওয়া পাওয়াগুলো আসে দুয়ারে,
যদিও অধরা যায়,তবুও সানাই বাজে ব্যাকুল অন্তরে।
তবুও সবচেয় সুন্দর এই বেঁচে থাকা-
এই স্মৃতিটুকুই বিজয়ের পথ দেখায় বিচিত্র রঙে আঁকা!
এই যে হেরে যাওয়া, এই যে বেঁচে থাকা দীর্ঘশ্বাসে,
এখানেও লুকিয়ে থাকে আসন্ন দিবসের রবি আকাশে।
---------------------------------------------
১৯-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।