পেছনে তাকালেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পেছনে তাকালেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-১১-২০২৪ ইং
**********************
স্মৃতির পটে তাকালে কেন সজিব হয়ে আসে ভাষা!
মনে পড়ে সেই সব সোনালী রোদেলা রঙিন আশা।
পেছনে তাকালেই কেউ আসে বকুল কুড়ানো ভোর,
ছুঁতে গেলেই অদৃশ্য হয়ে যায় দূর-বহুদূর!
আহা সেই স্মৃতিময় তরঙ্গে এখনো কত উত্তাপ,
সেই সব লুকোচুরি খেলা,কতসব কাল্পনিক সংলাপ।
পেছনে তাকালেই মনে পড়ে সেইসব ফুটন্ত গোলাপ,
কতসব কাঁটার যন্ত্রণা!কতসব ভূঁত প্রেতের প্রতাপ !
মনে পড়ে আমবস্যার সেই সব কালোরাত,
তবু ফিরে আসেনি তবু চেয়েছি পূর্ণিমার কষাঘাত।
ঈগলের মতো শাসনের ডানা ঘিরে ছিল দিকে দিকে
একটি কিশোর চুপি চুপি ব্যাকুল খুঁজেছে তোমাকে।
পেছনে তাকালেই তন্ময় চোখে আজো দেখি সেই ফুল
সারি সারি কাশ ফুলের শুভ্রতায় হেসে উঠে হৃদয় কূল।
এখনো ডাক দিয়ে যায় এখনো নিয়ে যায় গভীরে,
যদিও চোখে মুখে পরাজয়ের শোক- তপ্ত বালুচরে।
-------------------------------------
১৯-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।