দুঃখ সারথি
- মাহাবুব আলম

দুঃখকে যে ভালোবাসে
করে দুঃখের বন্দনা,
দুঃখে দুঃখে পাথর হয়ে
ছড়ায় সুখের চন্দনা ।
দুঃখ ছাড়া কে বাছে গো
কে আছে গো একা?
দুঃখ নিয়েই গড়ে জীবন
সুখের পথ যে বাকা ।
দুঃখ-সুখের মিলন মেলায়
দুঃখ যে হয় রাজা,
দুঃখের রাজ্যে সব হারায়ে
সুখ বনে রয় প্রজা ।
সুখ মানে হয় সর্বঘ্রাসী
সর্বনাশের রাণী,
দুঃখ যে মোর প্রেমময়ী
ছড়াই সুখের বাণী ।
সুখের আশে প্রলয় ঘ্রাসে
যে হারলো তাল
সে হারায়ে সর্বনাশে
জ্বলে মহাকাল ।
দুঃখ আমার প্রাণের প্রিয়া
দুঃখ প্রাণের বীণ,
দুঃখে দুঃখে জীবন আমার
হয় যে গো রঙ্গিন ।
সকল কালে দুঃখ আমার
যায়না কভু ছাড়ি,
সুখ যেনো এক আলেয়া-ভূত
বিলাস লোভী নারী ।
নুন্য বিলাস চায় না যে সে
দুঃখ নিয়েই থাকে,
দুঃখ বড়ই সহজ-সরল
তড়াই আপন বাকে ।
তাই যে বলি দাও গো মোরে
দুঃখ মধু স্বাদ,
জীবন তরে সাঁজাই মোরে
কাটুক অবসাদ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।