পৃথিবীর মহাপ্রয়াণ
- আশরাফুন নাহার
ঘুরতে ঘুরতে পৃথিবী যেদিন বুঝতে পারবে
তার ভেতর প্রাণ নেই,
আছে কিছু রোবট যারা বিলুপ্তপ্রাণীর ব্যবচ্ছেদ বিলাসী ,
খেলনা পুতুল গুলো সয়ংক্রিয় বেশ নিজেদের নিয়ে খেলছে দারুন আগ্রাসী।
নিজেরাই আত্মঘাতী নিজেদের পাপের সিংহাসনে,
তখন পৃথিবী কক্ষপথটায় ক্রস ফায়ার করবে জংশনে,
সংঘর্ষে নক্ষত্রে গ্রহ উপগ্রহ যাবে বিনাশ বনে,
নভোঃযান গুলোতে বাদুড়টাও উল্টো ঝুলতে গিয়ে হিমশিম খাবে,
পশুত্ব মনে মাটিতে মিশায়ে শান্তি পাবে।
মাটির কান্না যা কত হাজার লক্ষ বছরের অভিশাপে সয়েছে,কম্পমানে ফুলকি ফুটবে,
তা আর নিরবে সইবে না,প্রতিশোধ স্পৃহা ভূগর্ভে অগ্নুৎপাতের মতো জ্বলে উঠবে,
কম্পিউটারের হৃদপিন্ড বিস্ফোরিত হবে আর রোবট গুলো হঠাৎ কান্নায় ভেঙে পড়বে,
সমুদ্রের হা হিমালয় গ্রাসে পেটে তলা ভরবে,
বজ্রানলে বাজবে এক ধার থেকে আরেক ধারে প্রাচীর ভাঙার সঙ্গিত,
এ যেন পৃথিবীর মহাপ্রয়াণ ইঙ্গিত।
অজ্ঞানরা ও সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পনে বাধ্য,
আর প্রকৃত জ্ঞানী রা প্রতিপালককে স্মরন করবে যথাসাধ্য।
কেউ কারও না,আপনপর নেই সেদিন,আমি কে?
প্রশ্নবিদ্ধ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।