কেউ যেন বুক চেপে ধরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কেউ যেন বুক চেপে ধরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২০-১১-২০২৪ ইং
********************
এক অসীম শুন্যতা বুকে নিয়ে বসে আছি,
শুন্যতার ভিতরেও অদৃশ্য কিছুর স্পর্শ্ পেয়েছি।
চিত্তে অনুভব করেছি বিলুপ্ত বনস্পতির ছায়া,
তবু দেখেছি তুষার গহন সৌরভের শুভ্র কায়া!
কি এক অসীম শুন্যতা ঘিরে পিঞ্জরের অন্তরালে-
শুধু ডাক শুনে পিছনে তাকাই দৃষ্টির পাতা খুলে।
এখানে কেউ নেই স্বপ্নের অভিজাত বেডরুমে,
তবু কেউ যেন তাকিয়ে আছে কল্পনার ধরাধামে।
যেখানে অধিকার নেই- সেখানে স্বপ্ন রুগ্ন,
এখানে অসীম শুন্যতা!এখানে প্রত্যাশা ভগ্ন।
রক্ত ক্ষরণের পাশেই যে অমৃত স্বর্গের প্রলোভন,
হয়তো তারই খুঁজে অসীম শুন্যতায় এত আয়োজন।
শুন্যতার ভিতরে কেউ যেন নড়াচড়া করে এ বুকে,
কেউ যেন বুক চেপে ধরে ধারালো ইস্পাত চকচকে!!
------------------------------------------
২০-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।