কান পাতলেই শুনি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কান পাতলেই শুনি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-১১-২০২৪ ইং
********************
দিকে দিকে তাকালেই কম্পিত হয়ে উঠে প্রাণ!
কান পাতলেই শুনি দেশদ্রোহী আজে বাজে গান।

অথচ স্বদেশ ছিল ফুলে ফলে শস্যে ভরা মাঠ,
তবু মুক্তি খুঁজে পাই না শহর -গঞ্জ -গ্রাম –পথ- ঘাট!
টোকা দিলেই যেন মুছে যায় শহীদের রক্তঝরা প্রেম,
চেতনাবোধে লেগেছে দেশদ্রোহী দোসরের পঁচা ঘাম।

কেউ যেন এসে বলে প্রজন্ম হতে প্রজন্মের কথা,
কেউ যেন মুছে দিতে চায়,কেউ যেন চায় দিতে ব্যাথা।
যে প্রজন্মের পথ ধরে ফুটেছে রক্ত জবার ফুল,
তারেই পুড়ে দিতে চায় এই প্রজন্মের দাবানল ।

কি এক অস্থিরতা ঘিরে আছে এ স্বাধীন বসুন্ধরা !
গৃহযুদ্ধের ডাক দিয়ে বলে গল্প –কবিতা- ছড়া।
যে প্রজন্ম দিয়েছে লাল সবুজের রুমালখানা,
কেন নাই লক্ষ শহীদের রক্ত ঝরা ইতিহাস জানা?

এখানেই সেই প্রজন্মের অপরাধ অমীমাংসিত ফাঁদ,
তবু বলি সূর্য্ না থাকলে শুভ্রতা পেতনা পূর্ণি চাঁদ।
দিকে দিকে তাকালেই কম্পিত হয়ে উঠে প্রাণ!
কান পাতলেই শুনি দেশদ্রোহী আজে বাজে গান।
---------------------------------------------


২১-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।