শয়তান কোথায়?
- মোঃ মুসা (গাংচিল)
শয়তান খুঁজে হয়রান কেনো
বন জঙ্গলে শয়তান খুঁজো,
শয়তান ঐ মানুষের মাঝে
যত শয়তানি করে কিছু বুঝো।
শয়তান থাকে অদৃশ্য রূপে
কাজের ধরণ অবিচারী খুব,
শয়তানি কাজে মানুষ যখন
মানে উস্তাদ দেয় তাতে ডুব।
শয়তানি হাসি বুঝা বড় দায়
মানুষকে বোকা যখন বানায়,
সাজে সাধুবাদ করে বরবাদ
মানুষ করছে শুধু অসহায় ।
শয়তান খুঁজে যদি নাহি পাও
জগৎ নামক হাঁড়িতে,
শয়তান যদি দেখতে বা চাও
আসো আমাদের বাড়িতে।
বন জঙ্গলে শয়তান খুঁজে
কেনো বা হয়েছে তুমি হয়রান,
আমাদের বাড়ি শয়তানি চলে
শয়তান এর এক ময়দান।
২১-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।