প্রিয় ললনা
- রবিউল ইসলাম রাতুল
হ্যাঁ, তুমি মুগ্ধতার কথা বলো?
আমি তো বিমোহিত হয়েছি তোমাকে দেখে,
যে নিতান্তই মনে আল্পনা দিচ্ছে এঁকে,
সে তো বড়ই মায়বী, মায়ায় আটকে রাখে।
হ্যাঁ, সে আমার প্রিয় ললনা!
যার চোখে তাকালে মনে হবে, চোখ কথা বলে,
তার চোখ যেন চাহনির ফাঁকেই প্রেম দীপ্তিতে জ্বলে,
তার কাজল কালো চোখ যেন আমায় কাছে ডাকে দুলে দুলে।
হ্যাঁ, সে আমার হৃদয় ত্বরান্বিতকারী ললনা,
যার ঠোঁট যেন পুষ্প রাণী গোলাপের পাপড়ি,
তার এই ঠোঁট থেকে আসা মৃদু হাসি, একটু স্বচ্ছ বারি,
তার হাসি যে ভালোলাগে, এতে নেই কোনো দ্বন্দের আহামরি।
হ্যাঁ, সে আমার মানসিক শান্তি ললনা,
যার কন্ঠে ভাসে মুধ বিলাসী মুগ্ধতা আর আকাঙ্ক্ষা,
তার এই কন্ঠ শোনার তরে সারাদিন কর্ণরা করে অপেক্ষা,
যেন হাজার শান্তি আর দুষ্টমির জন্য তার কন্ঠ, আমার প্রতিক্ষা।
হ্যাঁ, সে আমার হৃদস্পন্দন তুল্য ললনা,
যার মুখ সারাদিন দৃষ্টিতে রেখে দিলেও মন ভরে না,
তার কৃষ্ণকেশ গুচ্ছো আমায় তাদের ছোয়ার বারিয়ে দেয় বাহানা,
তার বিনুনির মতোই,
আমি ঘুরেফিরে তার জন্যই খুঁজে পাই আমার খুশির আঙ্গিনা।
এই যে প্রিয় ললনা, তোমার গুনে আমি তৃপ্ত,
রেগে যদি যাও করিও অভিমান,
তবে রবো আমি শান্ত আর প্রেমের দৃপ্ত,
যতক্ষণ না ভালো থাকবে না তোমার মন।
© Robiul Islam Ratul
২২-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।