অনুভূতি
- কমলতোলা

তার সদা হাস্যময় মুখখানি
আমার কাছে ছলনার ইন্দ্রজাল
সেই শিশু থেকে দীর্ঘতর জীবনে
কত মোহময় রোমাঞ্চিত হাসি দেখেছি

তার সদা হাস্যময় মুখখানি
আমার অন্তরের সমস্ত কুটিলতাকে
টুকরো করে হাওয়ায় ভাসিয়ে দেয়
ওগুলো নাসারন্ধ্রের সব দ্বার বন্ধ করে

তার সদা হাস্যময় মুখখানি
আমার জীবনভর অর্জিত পুণ্যগুলোকে
নস্যাৎ করে;অহংবোধে সব কিছু
পরিতৃপ্ত হওয়ার বাসনায় হানে ভ্রূকুটি।

তার সদা হাস্যময় মুখখানি
আমার পার্থিব সকল উপার্জনকে
এক অমানিশার গহন অন্ধকারে
ঝড়জলের কুন্ডলী হয়ে প্রত্যাঘাত করে।


২২-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।