পাঁচটি লিমেরিক-১৪
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-৬৬ ( কত কথা বলেরে)

কত তর্ক কত কথন বলে মানুষের টু লিপস (lips)
ডাক্তার না হয়েও মানুষ দেয়যে হাজার টিপস (tips)
থেমে থাকে না কভু মানুষেরই মুখ
বারো রকম কথা বলে কুঁড়ায় সুখ
শত হাজার শব্দ, বাক্য মনে যতনে থাকে কিপস (keeps)
(31 August at 2014 19:18)


লিমেরিক-৬৭ (সাত খুন হয় মাফ হয়ে যায়)

কথায় আছে, পেয়ারের লোকের হয় সাত খুন মাফ
প্রমাণ আছে আমার কাছে যা বলি তা সাফ সাফ
প্রতিদিন হয় কত খুন, গুম
হারাম হয় স্বজনদের ঘুম;
খুনিরা চলে নিজের মত আইন হলো তাদের বাপ।

লিমেরিক-৬৮ (মন্দ কাজের সাথি হয়ো না)

খুঁত ধরতে সবাই ওস্তাদ; দেখিনা ভাল কাজটা খুঁজতে,
দুর্বল জায়গায় আঘাত দিতে নেই কেউ পারেনা বুঝতে
মন্দকাজের সাথী হয়
স্বার্থ-কাজে নাই ভয়;
ভাল কাজ নিয়ে সমালোচনায় কাউরে দেখিনা যুঝতে ।
(2 September at 2014 19:50)


লিমেরিক-৬৯ (বিনা স্বার্থে সাহায্য এগোয় না)

বিনা স্বার্থে আগায়না কেউ কারো জন্যে এক পা
ছাড়েনা বন্ধুরেও বন্ধু স্বার্থে লাগলে এটুকু ঘা
মানুষগুলো হয় না নি:স্বার্থ
কভু থাকেনা সেবায় আর্ত
নিজ পকেট ভরার জন্য স্বার্থপররা করে থাকে হা।
(3 September at 2014 20:30)

লিমেরিক-৭০ (এত্তগুলা দাম চায় দোকানীরা)

দোকানিরা জিনিসের দাম হাঁকায় আকাশ পাতাল
দরাদরি করলে বাঁকা মুখে বলে আসছে মাতাল
রাগে করে দুচোখ লাল
কথার মাঝে তিক্ত ঝাল
কোন দামটা যে বলি শেষেতো আর পাই না তাল।
4 September at 2014 18:54)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।