অযূত ব্যর্থতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অযূত ব্যর্থতা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-১১-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
চারিদিকে গ্রাসিয়াছে কত ব্যর্থতা গ্লানির দহন,
এগুলো নিয়ত জ্বলে বুকের গভীরে সারাক্ষন।
এখন শুধুই আঁধারের খেলা নামিয়াছে পর্বত,
পথিক হারিয়াছে শুভ্রতায় ঘেরা আলোকিত পথ।

প্রহরী বিনিদ্র থেকেও বাতাসে দ্বিধায় ভাসমান,
প্রভাত বিনাশীর সন্ধানে দুলে গভীর রজনীর উদ্যান।
নাবিক ছুটেছে নিরুদ্দেশ যাত্রায় ক্লান্তির কাছে
মুক্তি তাই নুয়ে এসেছে গোধূলী লগ্নের ধাছে।

এখন শুধুই দিকে দিকে একাকী নির্জন পাখি,
প্রহর গুনিছে বসে বসে মগ ডালে খুলে আঁখি।
তবু আসে না ফিরে সোনালী প্রভাত রবির ছায়ে
চারিদিকে গ্রাসিয়াছে কত ব্যর্থতা গ্লানিরে লয়ে।

এ পৃথিবী চেয়ে আছে শুধু চেয়ে আছে মুক্তির পথ,
অযূত ব্যর্থতা করিয়াছে মাকৃকার বুক ক্ষত-বিক্ষত।
-----------------------------------------------


২৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।