অবিরত প্রতীক্ষা
- রবিউল ইসলাম রাতুল
নদীর ঘাটে বসে বসে
আকাশের পানে আছি চেয়ে..
"হয়তো পাখি হয়ে উড়ে যাবে,
হয়তো মেঘের ফাঁক থেকে
রবির আলোয় হাসি দিবে।"
হয়তো বা নদীর পানি হয়ে
আমায় স্রোতের কলকল আওয়াজ
বলবে," আমি এসেছি তোমার অপেক্ষা মেটাতে!"
আমি হয়তো খুশি মনে বলবো,
"ভালো আছো তো এই মত্তে?"
জানোই তো আমি আকুলতার আমার তোমার তরে,
আমি তোমার কল্পে,নির্বাক হয়ে থাকি অসীম প্রহরে।
© Robiul Islam Ratul
২৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।