পাঁচটি লিমেরিক-১২
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-৫৬ (জ্যামে অতিষ্ট যাত্রীরা)
উড়ন্ত রাস্তা হলো কতো এই ঢাকা শহরে!
জ্যাম লাগে তবু রাস্তা জুড়ে গাড়ির বহরে
মানেনা, চলেনা কেউ আইনমতে
গাড়ি থামিয়ে যাত্রী নেয় মাঝপথে
যানে চড়ে ত্যক্ত যাত্রী, গরমে হয় দাহরে।
(20 August 2014 at 19:46)


লিমেরিক-৫৭ (দুই নম্বর নিকৃষ্ট শহর)
বাস করার অনুপযোগী ঢাকা দুই নম্বর নিকৃষ্ট,
ময়লার স্তুপ, মলমুত্র যত্র-তত্র, যানজট সৃষ্ট
কোটি মানুষের বাস ঢাকা
অলিগলি ময়লায় মাখা;
প্রতিদিনই যানের চাকায় হয় জ্যান্ত মানুষ পিষ্ট।
(25 August 2014 at 19:45)


লিমেরিক-৫৮ (ভাল কিছু পেতে গেলে কষ্ট করতেই হয়)
তিলে তিলে মধু জমায় ঝাঁকে ঝাঁকে মৌ
ধোঁয়া দিয়ে মধু তুলে খায় জামাই বৌ
মধু দেয় ফুটায় কিন্তু হুল
হুলে ব্যথা বলছি না ভুল,
পেতে গেলে ভাল কিছু, কষ্টটাও তবে সও! ।
(22 August 2014 at 19:26)


লিমেরিক-৫৯ (বসে থাকলেই ভুঁড়ি হয়)
সারাদিন বসে বেচারার বড় হল ভুঁড়িটা
ইয়া বড় ভুঁড়ি যদিও বয়স ওর কুড়িটা
স্বাস্থ্যটা যেমন তেমন
ভুঁড়িটা মনের মতন,
ভুঁড়িটা আগে নিয়ে চলতে নেই তার জুড়িটা।
(23 August 2014 at 19:02)

লিমেরিক-৬০ (এত্ত কথা কয় ক্যামতে)
এত কথা কয় কি করে ঘন্টার পর ঘন্টা
হাঁটতে গিয়ে দেখি, ত্যক্ত হয় বড় মনটা
ছেলেমেয়ে টিন এজ
যৌবনে উদ্যেমী তেজ,
পয়সা পেলেই আগে করে মোবাইল লোডটা
(24 August 2014 at 19:32)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।