ব্যর্থতা দিয়েই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ব্যর্থতা দিয়েই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-১১-২০২৪ ইং
********************
ব্যর্থতা দিয়েই আমি সফলতা আনব বলে,
নিজেকে সাণিত করেছি উদ্দাম দুরন্ত বলে।
মনে কি পড়ে একদিন সোনালী রোদ্দুর সকালে,
কুঁয়াশার চাঁদর দিয়ে বলেছিলে- তুমি হারালে।
আমি বলেছি হারতে আসিনি নদীর উল্টো জলে,
সাঁতার শিখেছি উত্তাল তরঙ্গ খেলায় বুক খুলে।
ব্যর্থতা দিয়েই আমি সফলতা আনব বলে,
যৌবনের প্রথম প্রহরেই বাজি ধরেছি নিখিলে।
আমি হারতে আসিনি তুমুল যুদ্ধের ময়দানে,
অসাধারণ শক্তি পেয়েছি তোমার এই উত্থানে।
অন্তরের বিজয় কেতন লোহিত কণিকায় এঁকেছি,
এখানে রক্ত লাল,মারাত্মক উজ্জ্বলতা দেখেছি।
গভীর আঁধারের মাঝেই পূর্ণিমার শুব্রতা ছুঁয়েছি
সাফল্যের নিখুঁত নিটোল ষ্ট্র্যাটেজী খুঁজে পেয়েছি।
ব্যর্থতা দিয়েই আমি সফলতা আনব বলে,
যুদ্ধের মিছিলে যোগ দিয়েছি নব সূর্যের প্রাক্কালে।
------------------------------------------
২৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।