পুণঃরায় শোসিত হলাম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পুণঃরায় শোসিত হলাম
মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-১১-২০২৪ ইং
********************
বিপ্লব বিপ্লব বলে বিজয়ের আনন্দ দেখেছি!
সমস্বরে চিৎকার শুনেছি পেয়েছি পেয়েছি ।
এখনোপ পায়নি জনতার মুক্তি- স্বাধীনতার সুখ,
দিকে দিকে এখনো অশ্রু ঝরে ব্যদনার দুঃখ!
কেউ যেন হুঙ্কার দেয়, বলে ওঠে জ্যেষ্ঠ শামুক,
একবার নড়েই চুপসে যায় বিপ্লবের তীর ধনুক।
এখনো দাঙ্গা হাঙ্গামা জলে স্থলে দ্রাঘিমা জুড়ে
এখনো দেশদ্রোহীতার চর্চা চলে অন্তরে অন্তরে।
জনতার কাছে এসে কেউ বলে কেমন আছো,
আপন ধান্দা আর ধান্দায় বিপ্লবের কবিতা রচো।
নব স্বাধীনতায় আবার কি স্বাধীনতা নির্জন হলো?
শোসিত ছিলাম, পুণঃরায় শোসিত হলাম-কি বলো?
------------------------------------------
২৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।