পাঁচটি লিমেরিক-১০
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-৪৬ (মাছবিহীন পুকুর ডোবা)

ডোবা কিংবা পুকুরে মাছ কি আজ তেমন মেলে?
এমাথা থেকে ওমাথা বরাবর জাল টানে জেলে,
টেংড়া শিং মাগুর তিতপুঁটি সরপুঁটি
জেলের জালে আটকে খায় লুটোপুটি,
মাছবিহীন পানিতে ঢেউয়েরাও কি আর খেলে?

লিমেরিক-৪৭ (থ্রিজির যন্ত্রণা)

মন খারাপের সঙ্গী আমার এই মুখবই
লগিন করলেই মন খারাপ পালায় কই,
সেই লগিনে বাঁধলো গন্ডগোল
মেজাজটা থাকছে না আর কুল;
টেলিটক থ্রিজির যন্ত্রণাটা কেমনে বল সই।

লিমেরিক-৪৮ (গার্মেন্টস শ্রমিকদের দূর্দশা)

দিনের পর দিন হয় না শ্রমিকদের ন্যয্য পাওনা আদায়
ঘাম রক্ত ঝরালেও রক্তচুষা মালিকরা তাদের কাঁদায়
শ্রমিক আগুনে পুড়ছে তোবা
মালিকরা হয়ে গেছে বোবা,
পাওনা আদায়ে মরিয়া শ্রমিক, থামবে না কোন বাঁধায়।


লিমেরিক-৪৯ (রাত হল বিশ্রামের জন্য)

মানুষ সব নীড়ে ফিরে গোধূলী বেলায়
রাত পরিণত স্বজনদের মিলন মেলায়
আড্ডা শেষে আসে ঘুমের রেশ
বিশ্রামে কেটে যায় ক্লান্তি ক্লেশ;
রাত জেগে সময়টা কাটিও না হেলায়।

লিমেরিক-৫০ (বন্ধুকযুদ্ধ অপরাধির শাস্তি)

অপরাধীর শাস্তি ক্রসফায়ারই ছিল একদা
বন্ধুকযুদ্ধে ডাকাত মরে এখন শুনছি সদা,
শাস্তি না মুখ বন্ধ
বুঝি না ভাল মন্দ,
বিচার আচার করতে কি আইনেতে সৃষ্টি বাঁধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।