স্বর্গ-মর্ত্য
- মাহাবুব আলম

ভোর কাননের সুগন্ধি বায়ু
নিদ্রাহীন করিয়াছে মোরে,
শাখে শাখে নিরজনে ডেকে
শিশিরের গা ছুঁয়ে_
পুষ্পের তরে ।
ভৈরবির তানে তানে নব্য ঊষা জাগিয়া
যেনো সকল বাধন টুটিয়া
আমার নিষাদ প্রাণে
একি সরল,একি আয়োজন
ওগো আমার দুয়ারে ।
যায় লজ্জা হরিয়া সঙ্গোপনে
যামিনীর কালো কন্যা,
আদল-মাদল স্ব-গৌরবী
একি বাহারী সাঁজের বন্যা ।
কানন ভরিয়াছে আজি পুষ্প আদরে
স্বর্গ প্রাতে কর্ণপাতেই
পুঁজা ধ্বনি আসে ভরে ।
আসে শাখ-সখিদের দোল
ওগো বন্ধ দুয়ার খোল_
একি উন্মাদ,একি উল্লাস
আজ বাজে প্রাণের বোল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।