শেষ কথা বলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শেষ কথা বলো
মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৬-১১-২০২৪ ইং
********************
বিপ্লবের বিপ্লবী তুমি একবার সেই দিকে তাকাও,
যে রক্ত ঝরা বুকে স্বদেশের ছবি দেখতে পাও।

সেই সোনালী সূর্যের কথা, সেই বিজয়ের কথা,
সেই স্বাধীনতার কথাটা বলো,যা মুক্তিযুদ্ধে গাঁথা।
জানি হে নব যোদ্ধা তুমি, হৃদয়ে সেই কথা কও,
যে গান দিয়ে গেছে পূর্বসূরী সে সুরে গান গাও।

হুজুগে গুজবে অলক্ষে গিরি পর্বত পাহাড়ে বসে,
শকুনের ঠোঁটে দিয়েছো ঠোকর স্বদেশ সর্বনাশে!
বিষে বিষে নীল হয়েগেছে চেতনার স্তম্ভ গুলি,
অযূত শুন্যতায় স্বাধীনতা যেন রাত্রির চোরাবালি।

এখনো তুমি অন্ধ বধির! দেখেও দেখনা-
কোন মন্ত্র অন্তরে পুষি তোমাকে দেখাও বুঝি না!
সম্মুখে কঠিন ঝড়! দিকে দিকে স্বাধীনতা টলোমলো,
বিপ্লবের বিপ্লবী তুমি লাল সবুজই শেষ কথা বলো।

যোগ্য হয়েছো, বিভক্ত করো না, হয়ো না বেসামাল,
জানি হে বিপ্লবের বিপ্লবী তুমি অযূত স্বপ্নের দামাল।
--------------------------------------------


২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।