নির্জীবের নির্ভরতা
- রবিউল ইসলাম রাতুল

দাপুটে তনুর নির্জীব প্রাণে
মর মর বিবেক রাজি,
আত্মা যেন যেতে চায় চলে
বুঝতে ভুবনের বাজি।

নিবির মনে ক্ষান্ত দু'নয়ন
নিভু নিভু হয়ে আসে,
দুর্লব নাকি দুর্বল স্বয়
নিজ বিবেকও না বোঝে।

লাজে ডুবে চলা পথে পথে
লজ্জাহীন আমি নিজ মনে,
আমি যেন কাব্যের মাঝে
নিয়োজিত দাড়ি-কমার কর্মে।

পেটের দায়ে খেঁটে খেঁটে
দু কড়ির আহাজারি,
আগমনী দিনের ভাবনা ধারায়
বার বার যেন মরেও না মরি।

❤️


২৮-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।