অন্ধকুয়োতে আমি একা
- আশরাফুন নাহার

অন্ধকুয়োতে নাই কেউ নাই আমার ছায়া পানিতে আবার আমার কণ্ঠের প্রতিধ্বনিত স্বর,
কুয়োর দেয়ালে ক্যালেন্ডার আর বন্ধ আকাশে ক'টা বছর।
যাক যে যেদিকে যাবে,আমি কুয়োতে দ্বীপ জ্বালি হয়ত কেউ আমায় খুঁজে পাবে,
না হয় যাবে আরো ক'টা বছর,এভাবেই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।