ভিনগ্রহবাসী
- মাহাবুব আলম
অন্য কোথাও বাস তোমার
ভিনগ্রহে না-কি অন্য কোথাও!
তোমায় দেখে দেখে তবু
সময় আমার ভিনগ্রহবাসী হয় ।
তবুও তোমায় দেখি..........
কেবলি দেখে দেখে ক্লান্ত হই
সারাক্ষণ-সারাবেলা ।
ভেবে ভেবে অবচেতন মনে
স্বপ্ন সাঁজাই...
নূতন করে তোমার সনে ।
তবু তুমি আড়ালে,
ধূপছায়া_
বড়ই লাজুক তুমি
যেন লজ্জাবতীদের রাণী ।
এতো কেনো টান আমার,
তোমার প্রতি.........
তোমায় নিয়ে এতো ভাবনার সন্ধি
তুমি তো ভিনগ্রহের কেউ!
এই এলে পাখনা মেলে
তো এই পালালে দূর গগনে ।
কি নির্মম তুমি!
তোমার আসা-যাওয়ার সত্বতা ।
আবার যখন আসবে তুমি
নীরব পায়ে_
তাঁরা গুলোর ঝুঁমকা পড়ে,
তখন তোমায় দেখবো আবার
লুকিয়ে নয়-
তোমায় জয়ের আশায়
তোমায় আমার করে নেওয়ার সাবলীল প্রত্যয়ে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।