গুচ্ছ কবিতা.....(২)
- কাজী ফাতেমা ছবি

১।
আশার
আলো হয় দিন
রাতের আলোকে ভাবি
নিরাশা; রাতের ভিতরেও রাত থাকে....
আলোয় যে পথ চিনি; আঁধারে সে পথ বদলে যায়,
কত চেনা পথ, কত চেনা মুখগুলো দিনের আলো ফুরিয়ে
গেলে হয়ে যায় অচেনা; কেউ হয় মমতাময়ী, বুকে গুঁজে রাখে
আত্মজদের; কেউবা মাথার উপর থাকে অভিভাবকত্বের ছায়া হয়ে।
কেউ জৈবিক প্রয়োজন মিটায় শখে, অথবা জীবনের বেঁচে
থাকার তাগিদ থেকে; রক্তের নেশায় মাতাল কেউ ছুটে
রক্ত খেয়ে পিপাসা মেটায় রাতের আঁধারে
শিয়াল, কুকুর আর হিংস্র হায়েনা
হয় এক একটি
আদম।
--------- ---------
২।
ঘুমে কাতর
অথচ ঘুমাতে চাইলেও
ঘুম আসে না, চোখগুলো আজ
বড্ড ক্লান্ত, বিছানায় গা এলিয়ে চোখ বুজে
থাকা বড় যন্ত্রণাদায়ক; এলোমেলো সব; ধূয়াশায় নিমগ্ন
চারপাশ, কেনো মনে হয় আমি শূণ্যে ভাসি! ঘোর লাগা মুহুর্তে
পিছন থেকে কে যেন ডাকে আমায়; শূণ্য থেকে
মাটিতে পড়ে ফিরে আসি কঠিন বাস্তবে;
জীবন ক্লান্ত, নির্জীব আমি
বসে থাকি ভাল কিছুর
প্রত্যাশায়।
Friday, 2 May 2014 at 22:44


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।