চিঠি দিলাম বন্ধু তোদের তরে,,,,,
- কাজী ফাতেমা ছবি
দিলাম দিলাম উড়ো চিঠি
বন্ধু তোদের তরে
দেখা করতে আইসো বন্ধু
আমার ছোট্ট ঘরে।
যত দুরেই তোমরা থাক
জবাব দিও চিঠির
ঠিকানাটা ঠিক, খামে লিখ
আসে যেন দিঠির।
বন্ধু তোমরা জান নাকি!
সঙ্গে পেয়েছি অনেক বন্ধু
একসাথে দিনভর পাড়ি যে
দেই তের নদী সাত সিন্ধু।
কাছের বন্ধু হয়েও তোমরা
চলে গেছ দুর বহুদুর
উড়ন্ত মানুষদেরই বন্ধু আজ
এই মেঘ এই রোদ্দুর।
চিঠিও নাই পত্তরও নাই
নাই টেক্সট টেলিফোন
ডিজিটাল যুগে এসেও তোরা
করিস না মোবাইলফোন।
বিজি ব্যস্ত সদা থাকি
তুমি আমি সে
শত কাজের ভীড়েও
খবরটা নেয় কে?
এই দিবস সেই দিবস
সাথে থাকি তোদের
ইচ্ছে হলেও ভুলে থাকিস
খবর নিস না রোদের।
বন্ধু আমার ঢের হয়েছে
সময় কাটে দিনভর
খোঁচাখোঁচি আনন্দে মাতি
না ডুবলে দিবাকর।
সুখে দু:খে পাশে পাই
ভার্চূয়াল উড়ন্ত সব বন্ধু
শরীক হই সকল আড্ডায়
মিস হয় না এক বিন্দু।
মনে হলে একবার আমায়
দিস একটা ফোন
টেক্সটও যদি না করিস তবে
করে ফেলবো খুন।
চিঠি লিখা শেষ হলো, তাই
টানলাম এবার ইতি
যোগাযোগটা থাকলেই তবে
বাড়ে বন্ধুত্বের প্রীতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।