গুচ্ছ কবিতা.....(১)
- কাজী ফাতেমা ছবি
১।
বাগান জুড়ে ফুটে আছে গাছভর্তি গোলাপী গোলাপ
ছিঁড়ে একটা দিতে চাও একিগো! পাগলের প্রলাপ
গোলাপ চাইনা,বসে করি খানিক্ষণ পীড়িতের আলাপ।
(১৬ মাত্রায় লেখা)
২।
ভালবাসা কথা বলে কানেকানে চুপিসারে
অসময়ে পিড়িত দেখে দুষ্টলোকে উঁকিমারে
ভালবাসলে যখন তখন জীবনেরই ঝুঁকিবাড়ে।
(১৬ মাত্রায় লেখা)
৩।
শরতের আকাশ থেকে ধরায় আনব সাদা মেঘের ভেলা
ভেলাতে করে ঘুরব দু'জন পদ্মা মেঘনায় সারাবেলা
জলতরঙ্গে ভাসব দুজন ঢেউয়ের সাথে খেলব মজার খেলা
(১৭ মাত্রায় লেখা)
৪।
যে জানেনা ভালবাসতে, সে কি করবে মনের এত খোঁজ জেনে
ঐ মানুষরা ভালবাসা কি গো বুঝে? টাকা বুঝে, নাও মেনে
দু হৃদয়ের কাছাকাছি সে টান যদি থাকে কাছে নেয় টেনে।
(১৯ মাত্রায়)
৫।
খালি হাতে এসোনা কিন্তু; ফুল নিয়ে এসো এক গুচ্ছ
শতেক রঙ্গা ফুলতোড়া এনো, মন ময়ূরের যেনো এক পুচ্ছ
পথের ধারের বুনোফুল হলেও হোক, ওগুলো কিন্তু নয় তুচ্ছ।
(১৭ মাত্রায় লেখা)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।