জয়ীবীর
- আশরাফুন নাহার
সংশয়ে পা চলে না
হাটু কাঁপে ভয়ে,
হৃদয় দুরুদুরু।
অবেলার ডাকে
কত ব্যথা সয়ে,
কোথায় এলাম গুরু।
আঁধার বুঝি নামল
গোধূলীর গা ধুয়ে,
বেনামী রাতের শুরু।
পিছু ডেকে ডেকে
বাড়িসীমানা ছুঁয়ে,
কারা কুঁচকে ভুরু।
সমুখে আলোর উঁকি
ঘুঁচিয়ে তম একগুয়ে,
সূর্য রশ্মি পুরু।
আগুয়ান বেসাতিমেলাও
আলোর পাথারে শুয়ে
আগুনে জল ভীরু।
দেখি এতো আলোর জগৎ
রণ দ্বারে গিয়ে,
শুনি অসির স্বন ঢুরু।
ধীমান জাগে বীরে
তরবারি এগিয়ে,
জয় প্রতিকী তরু।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।