চাঁদের বুড়ির চিঠি.....১৬
- আশরাফুন নাহার
প্রিয়,
বলেছিলাম লিখব না আর,লিখতে বসেছি আবার।
তুমি পড়বে জানি,আমাকে লুকিয়ে,তারপর একটু মুচকি হেসে বলবে "আমার পাগলী বুড়িটা"
তারপর ভাঁজ করে চিঠিটা
সযত্নে রেখে দিবে বুকপকেটে।
আমি জানি তো তুমি ঠিক পড়বে,
তুমি জানো না আমি যে এখন কী পাগলামী করি!
পরক্ষণেই গম্ভীর তারপর ঝরনা হয়ে ঝরে যাই।
হাসির অপর নাম কান্না,তাই হাসি কান্না পাশাপাশী আসে,
থাক পড়ে সব পাশে।
আমার এই চন্দ্রদেশে এসো একদিন,জানি এ আমন্ত্রনে তোমার কপালে ভ্রু কুঁচকে গেছে,
সেই যে কবে বর্ষার ছুটি হল,এদিকটাতে যাওয়া আসার দিন ফুরোলো,
তুমি তো আমায় বোঝো,এটুক বুঝলে না যে,
নাকি আমারই বোঝার ভুল?এই তুমি সেই আমিও কেমন, কেমন যেন অবুঝ ।
মনে মনে কত কথা কই,
চিঠিতে লিখতে পারি নাতো তবু আলতো বুলি সেই কথাগুলি দেখো কথা ভীড়ে রই।
উত্তর চাই না একটু আশকারা দিও পাগলীর এলোমেলো ইচ্ছেগুলোরে,
এই আমার ভাল থাকা এক আশ্চর্য আলোকরশ্মি ঝুলনে ঝুলি তোমার বক্ষপিঞ্জরে,
শান্তিপায়রা তোমার আকাশে ডানা ঝাপটায় শুভ্র শান্তি বিলিয়ে যাক তোমার মনে।
আমি থাকি এই খানে আনমনে।
ইতি
তোমার পাগলী বুড়ি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।