আহবানের পাখি
- মাহাবুব আলম
*ও সখি আয় পালের তরী
ভাসিয়েছি জলে,
হারাবো আজ কালো গভীর
নিশী তিঁথীর তলে ।
*হারাবো আজ যা হারানোর
ভয় ছিল না মনে,
ছুটবো এবার কালো জলের
স্রোতের আমন্ত্রনে ।
*ভাসি ভাসি, ডুবি ডুবি
অবচেতন তালে,
তাল মিলিয়ে চলবো আমি
প্রজাপতির পালে ।
*গগন পাড়ে চাঁদ দেখে ঐ
আলেয়া কে ভুলি,
একা যে হায় তোদের ডাকি
রঙ মাখা পাল তুলি !
*মনে রাখিস আমায় তোরা
ছিলাম তোদের মনে,
আমি তবু ডাকবো তোদের
দুঃখ-সুখের ক্ষণে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।