পিছুটান
- মোঃ মুসা (গাংচিল)
তোমার থেকে দূরে থাকি দেখো নাকি আমায়?
তোমার মাঝে হঠাৎ হঠাৎ কেনো আবার নামায়?
তোমার স্মৃতি ছুঁয়ে যাইনা তবু নামে আঁধার,
প্রেম খামারে মৎস্যজীবী দিচ্ছে ঘুরে আদার।
তুমি জানো, এই দূরত্ব মিছে বাদ্য বাজান,
তবু কেনো দূরেই থাকো কেনো মনে অজান?
তোমার দিকে হাত বাড়ালে ফুরিয়ে যায় আশা,
তোমার মনে হারিয়ে কেনো আমি আজো চাষা।
তোমার থেকে দূরে থেকে খুঁজি হঠাৎ প্রাণে,
কেনো জানি মন বসে না এত ফুলের ঘ্রাণে।
০৩-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।