স্মরে যাও
- মুহাম্মাদ শরিফ হোসাইন
মতভিন্নতার এই বাংলায়
সত্য,একতার একক গান
গেয়ে যাও গেয়ে যাও।
সৃষ্টি সুখের উল্লাস
নিরন্তর কলমের নীভে নীভে
ফেলে যাও,ফেলে যাও।
জাতি আজ শুধু আঁকড়াও
অজোর-অবিনাশী কথা মালা
শুধু স্মরে যাও স্মরে যাও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।