মুক্তি ডিঙ্গার যাএা
- মাহাবুব আলম

*ঊর্মিতে আজ জেগেছে গো
ঝড়ের সমীরণ_
একি কোন গগনের পাথার বেয়ে
কোন পাথরের ছুঁয়ে,
কোন সে আয়োজন ।
*আজ ভাঙ্গবে বুঝি ধৃতে রাজি
রাবণ সেনার দল,
ওগো যাও লয়ে যাও
দাও বয়ে দাও,
ওরা-জ্বলুক অনর্গল ।
আজ ফুটবে বুঝি ধরাভূমে,
বাঙ্গাল বারুদ পণ ।
*আজ বাজবে বুঝি রাখাল বাঁশি
কে ফেরাবে কোন সে আঁশি,
যাও এগিয়ে রুদ্ধ দ্বারে
মুক্তি ডিঙ্গার প্রভাত পাড়ে
তপনের ঐ প্রখর সুরে_
রাঙ্গাও প্রাণ ও মন ।
*সকল বাধন ছিড়বে ওরা
প্লাবন রুপে জাগলো তারা,
আজি বঙ্গ মায়ের শিখল ছিড়ে
কাঁপবে রণাঙ্গন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।