ফুলফুটি
- আশরাফুন নাহার

ফুলফুটি ফুলফুটি
কাকাতোয়া চুলঝুটি,
ঢং ঢং ঘন্টা-
নেচে ওঠে মনটা
হল বুঝি স্কুলছুটি।
কাঁধের ভারী ব্যাগ ফেলে
মায়ের বকুনি ঠেলে,
ঢোল পিঠে বায়নার
পুতুল আনো চায়নার।
কেঁদে কেঁদে আহামরি
ফেলে দেব শ্লেটখড়ি।
ভরদুপুর জলপুকুর
দৌড় ঝাপ ছুটোছুটি
বালু কাদা লুটোপুটি।
নির্জন বটতলী
ঝুলনলতা ধরে ঝুলি,
সব হাসে খিলিখিলি।
ঐ দেখ আহারে-
ঠাসা কুল বাহারে!
ঢিল ছুঁড়ি টুসটাস,
মালিকের ফুসফাস।
চুপচুপ পালা পালা,
কুলে হোক পোকশালা।
আম জাম লিচুতলা
পাহারা সারাবেলা।
দূরে আছি ছয় ফুট,
সুযোগেই দেই ছুট।
পাতাগুলো থাকে বাকি,
ফলগুলো হয় লুট।
দুস্টুর দল মিলে,
মজা করে খাই গিলে।
তুই বেশী আমি কম,
ঝগড়া আর খুনসুঁটি,
চুলোচুলি কুমড়ো বটি।
বিকেলে ছায়া ধরি
ছোঁয়াছুঁয়ি লুকোচুরি,
খেলবি নাকি বুড়িবুড়ি?
খেলবি নাহ!তবে যাহ-
তোর সাথে আড়ি,
আর যাব না তোদের বাড়ি।
মা বকে ধুমধুম,
লাগে শুধু ঘুমঘুম।
বাবা বলে-”না করলে পড়াশোনা
ফার্স্ট হবে না লক্ষ্মীসোনা।”
ধুর ছাতা-কচুর পাতা,
পড়ব না আজ ধরেছে মাথা।
প্রতিরাতেই পড়ায় ফাঁকি,
চোখে বসে ঘুমপাখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।