শুধুই তুমি
- আশরাফুন নাহার
আমার সাবলীল হৃদচরাচরে শুধুই তোমার বাস,
তুমি তার খোঁজ রাখোনি দিব্যি দেওয়ালে টিকটিক সময়ের কানাকানি,
তুমি সেই চরাঞ্চলে করো চীনাবাদামের চাষ,
শুষ্ক বালির তলে ঘুমন্ত বাদামের মিঠাঘ্রাণ তোমার মনে আমার প্রতিকৃতিতে অঞ্জলী দেয়,
আমি পরিতৃপ্তিতে হাসি।
শুধু তোমার কথার প্রতিধ্বনিতে ললাটের গোল ক্ষুদ্র শশী নড়ে যায়,
অদ্ভূত কিছু সুখানুভব
জড়ো করে তুমি ছুঁয়ে যাও
প্রতিবারই ফেলে যাও নিঃশ্বাসে তোমার অবয়ব।
তোমার গানগুলোকে মন আর্কাইভের আলমারিতে তুলে রেখেছি,
তোমাকে আজন্ম এক গায়ক পাখি করেছি
হলদে পাখিটির মতো
তুমি শুধু গাইবে আমার নামের আদ্য প্রান্ত শতরুনু সুর সংমিশ্রনে,
আর অবাক মুগ্ধতায় রানী হবো সুরের সিংহাসনে,
তুমি আড়চোখে দেখবে আমি মগ্ন শখের দেশ,
কথায় গানে কেটে গেলে বেলা সন্ধ্যায়ও থেকে যাবে রেশ।
শুধু তোমার জন্য কবিতার ডানা মেলি,বর্নচোরা মন তোমার দু চোখ ঘিরে সাদাকালো প্রতিচ্ছবিতে কাব্যের বেহালা বাজায় শত,
তুমি শুধু ঘুমের ভান করে থাকো অবুঝের মতো,
তুমি আমি আর সময়ের শেষ সীমানার সংকটকাল,
তোমার জন্য জমা থাক এক ভেজা আত্মার কষ্টার্জিত আত্মোপলব্ধির মায়াজাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।