বাংলার রূপ
- আশরাফুন নাহার

রং তুলি ক্যানভাসে
জননীকে আঁকতে চেয়েছিলাম,
মাগো তোকে
কলম খাতায় লিখতে চেয়েছিলাম। ॥

এতো রূপের ধুপ জ্বেলেছ
কি মায়াজাল ফেলেছ
এতো মাধুরী ঢেলেছ
সবুজের শয্যা মেলেছ॥

তবুও যায়না আঁকা
নদী তোর আঁকাবাঁকা
তবুও যায়না লেখা
ছন্দের আনন্দ রেখা॥

এ কি! ঐ যায়রে উড়ে
নিঃসীমে বিহঙ্গ দূরে
এ কি!ঐ রূপসা তীরে
কত শত পানসী ভিড়ে॥

এ কেমন নিপুন কারিগর সৃজিল তোরে
আহা! কি রূপের সুধায় ভরালো মোরে॥

হাজার বছর ধরে সেই রূপ আমি দেখতে চেয়েছিলাম॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।