গোপাল
- মাহাবুব আলম
পৃথিবীর হাতে ধৃত গোপাল
বড়ই নাজুক বেছাড়া,
ধন্যি হওয়ার আস্বাদনে
অনেক তীর-ধনুক ছাটাই করেছে,
হাত যে তার বড় শএু ।
নরসিংহ বাবু বলেছিল
চল তোকে রাজ সভায় নিয়ে যাই,
আজ রাবণের মন্ডু বিকৃত হবে ।
গোপাল অট্টহাসির ছলে ফিরে গেল
নজীরবিহীন আস্তানা একটা ।
পার হবে বলে গোপাল ধরীএিকে
পাঁচ কড়ি ঘোষ দিয়েছে ।
কত রাজা-মহারাজা জন্মের তরে
পাবকের মত আপন তরী লয়ে
ছুটে গিয়েছে তরনী শানে,
হুম.....বেছাড়া গোপাল!
আজ গোপালের ধার ঘেষে
কত পথিক,কত রঙ্গিন আয়োজন ।
কেউ পদ্ম পুকুরের তলদেশে
মুক্ত-ঝিনুক কুড়াবার আশে_
সেই যে গেল...!
ফিরবে কবে?
মুগড়া নদী উলঙ্গ হয়ে আবার
নূতন সলিলে আচ্ছাদিত হয় ।
পৃথিবীর এতো রুপ?
গোপাল বুঝি আর পারলোনা!
কবে পারবে সে?
এই ভেবে যে কালো-ধবলের আগ্রাসন,
থামছেই না.......
নরসিংহ নরকের কীট
তাও বুঝি স্বর্গের দ্বার ঘেসে ।
রাজ্য রোধিয়া রণাঙ্গণে
রসিক বেসে আজও
গোপাল স্থম্বিত....!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।