সুধা সিঞ্চিত অম্বরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সুধা সিঞ্চিত অম্বরে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
আজ এই বিদ্যালয়ের প্রাঙ্গনে গন্ধবিধুর সমীরণে
হারানো জুঁই চ্যামিলী বকুল আবার ফুটিছে কাননে।
সন্ধ্যার লগনে পূর্ণিমা জাগিছে প্রফুল্ল চিত্তে মননে,
এ যেন এক শুভ্রতার ঝলক ! এই মহা-মিলনে।
নব কল্লোলে নব হিল্লোলে প্রেমের বাঁশরি বাজিছে,
এ প্রাণের চঞ্চলতা বিপল উৎসবে মাথিছে-গাহিছে।
অযূত স্মৃতির পাতা হতে হৃদয়ের মুর্ছিত সংগীতে,-
এখনো কানে বাজে সেই হারানো সুর নব সন্ধিতে।
সে কি তুমি !ঝিনুকের ভিতরে লুকানো মুক্তার দানা?
খুব জানতে ইচ্ছে হয়,কোথায় ছিল এতো উম্মাদনা!
আজ এই বিদ্যালয়ের প্রাঙ্গনে সোনালী সূর্যের কিরণে
জুঁই চ্যামিলী বকুল পলাশ শিমুল আবার ফুটিছে কাননে!
নব পল্লবে, নব ছন্দে তরঙ্গ উঠিছে জলহীন মরু প্রান্তরে-
আবার জাগিছে প্রাণ মহা মিলনে -সুধা সিঞ্চিত অম্বরে।
-----------------------------------------------
১৪-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।