হৃদয়ের বিলাপ
- ডি এম শাহরিয়ার মাহমুদ
অশ্রু ঝরে শরতের বৃষ্টির মতোই,
একটি হৃদয় কতটা ব্যাথা পেলে,
আর ব্যাথা ভয় করে না ।
ভালোবাসার ভঙ্গুর সুতো, আর জুরবে না ,
এক সময়ের পূর্ণ আত্মা, এখন শূন্য,
তবে কেউ শুনেনা হৃদয়ের বিলাপ ।
স্মৃতি দহনে জ্বলছি , তিক্ত মিষ্টি বিরতিতে,
হাসি কান্নার প্রতিধ্বনি, এখন দূরে রটে না।
আকুল চোখ অশ্রু নিয়ে খুঁজে তোমায় ,
সকালের হিমেল কুয়াশায় খুজি তোমার ঘ্রাণ ।।
অন্ধকারে আমি খুঁজি আলোর শিখা,
একটি উজ্জল তারকা, যেখানে মিলে স্বস্তি ।
যদি বহে অচল সময়ে একটি ধীর মিষ্টি হাওয়া,
প্রচেষ্টা ছিন্নভিন্ন স্বপ্নের ক্ষত মেরামতে।
১৬-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।