মিলন মেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মিলন মেলা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
আজ এই হিল্লোলে কল্লোলে শুরু হল মিলন মেলা,
আয় তোরা আয় তরঙ্গ দোলে আলোকদীপ্ত বেলা।
বহুদিন হতে বুঁনেছি স্বপ্ন ,রচেছি গদ্য কবিতা গান,
আয় তোরা আয় , ওই তোরা জাগ ,কররে উম্মোচন।
তোরা এই বিদ্যা জননীর সন্তান, তোরা গতিময়
তোরা প্রাণবেগ, তোরা নয় কোন ডর ভয় সংশয়!
তোরা দীপ্ত, তোরা উজ্জ্বল, তোরা বিদ্যা জননীর মশাল!
তোরা পূর্ণি, তোরা সূর্য তোরা বিদ্যাপিঠের আলাল-দুলাল।
ওরে চলরে চল, ওরে চল- সম্মুখে বিপুল সম্ভাবনা
গুরুজন তোদের সঙ্গী! আঁধার কভূ দিবে না হানা!
তোরা প্রাক্তন ,তোরা উত্তাল এই মিলনের কাফেলা,
এই জননী তোরে করেছে দীপ্ত রাঙ্গা উদয়ের বেলা।
আয় তোরা আয় দলে দলে আয় দ্বিধা করিস না আর,
আজ হিল্লোলে কল্লোলে শুরু হল মিলন মেলা সবার।
------------------------------------------------,
১৬-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।