না বলা কথা...৪১
- অথই মিষ্টি

মানুষ মানুষকে নয়,
মানুষ চিনে মানুষের কাজকে।
আবার
হাতের নিকটে সোনা থাকলে,
ঘর আলোকিত রুপার কদর কেউ দেয় না।

মেয়ে জীবনের মায়া ত্যাগ করে যখন একজন মেয়ে
বিবাহিত রুপে নারী জীবনে পদার্পণ করে
ঠিক তখনই উপরোক্ত কথার মর্ম পুরোপুরি বুঝে উঠতে সক্ষম হয়।

হ্যাঁ, একথা বাস্তব যে কাজের ভিত্তিতে মানুষকে বিবেচনা করা হয়
অনুরুপ চুরি করে যে তাকে চোর আর সত্য যে বলে তা সত্যবাদী বলা হয়
কিন্তু সব সময় একথা সত্য নয়
কেননা কখনো কখনো মানুষ পরিস্থিতিতে শিকার হয়।

এবার আসি মহান মায়ের প্রসঙ্গে
মা এই ক্ষুদ্র শব্দেই যেন তাঁহার মাহাত্ম্য উপলব্ধি করা যায়
হ্যাঁ, মা মহান সবর্দা
কিন্তু মা হলেই যে মহান হয় সবার ক্ষেত্রে এমনটা একেবারেই নয়
মায়ে মাহাত্ম্য সম্পূর্ণ রূপে শুধু মাত্র আপন মায়ের কাছেই বোঝা যায়।
এও সম্পূর্ণ আয়ত্তে আসে নারী জীবনে

আচ্ছা এমন কেন হয়!
ছেলের বউকে রুপা রূপে আর
মেয়ের জামাইকে কেন তবে হিরক খন্ড রূপে কল্পনা করা হয়
নারী জীবনে একথা বড্ড জানতে ইচ্ছে হয়...


১৮-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।