একা
- মাহাবুব আলম

জীবন চরণ ধরি
কহিলাম তারে,
কথা দাও ছাড়িয়া যাইবানা মোরে ।
জীবন কহিলো মোরে অট্টহাসি হেসে
এই কথা বিরল বাবু এই ভববাসে ।
ফিরিয়া ফিরিয়া সে হাসে আর হাসে
ভাবি আমি বারে বার,অগাদ জনম আমার_
খাটিয়া কাটাইলাম কোন মধুরসে ?
বার বার করজোড়ে মিনতির স্বরে
ডাকিয়া মরি যে আমি জীনের দ্বারে ।
মূলের প্রান্ত হতে চন্দ্র আকাশ
চারিদিক বেড়িয়েছি না করি বিশ্বাস ।
কত পথ,কত ঝড়,কত ঝঞ্জারে_
আনিয়াছি নাগমণি জীবনের তরে ।
শান বাধা ঘাট মোর, বিশাল কাননে
কাটায়েছে কত বেলা পাষাণ জীবনে ।
শেষ বেলা চাহিলাম সবই দিলাম যাহাতে
সেই কি না ধ্বংসীলো মোরে এিশুল আঘাতে ।
হায়..! হায়..! ছেড়ে যায় জীবন আমারে,
কেহ কথা নাহি দিল নিঠুর এ আঁধারে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।